বৈষ্ণব নগর

গণির গড়ে কংগ্রেসে ভাঙন

কড়া নাড়ছে লোকসভা নির্বাচন, আর লোকসভা নির্বাচন মানেই এরাজ্যে কংগ্রেসের দুর্গ মালদা জেলা। মালদা জেলার প্রবাদপ্রতিম নেতা এ বি এ গণিখান চৌধুরীর নামকে সামনে রেখেই রণে নামে কংগ্রেস, আসে সাফল্যও। আসন্ন লোকসভা নির্বাচনের মুখে সেই গনির গড়েই আবারও ভাঙলো কংগ্রেস।

পূর্বে এই ভাঙনের ছবি দেখা গিয়েছিল কোতোয়ালি ভবনেও। রাজ্যজুড়ে দলছাড়া অন্যান্য কংগ্রেসী নেতাকর্মীদের মতো গণি পরিবারের মৌসম নূর, আবু নাসের খান চৌধুরীও কংগ্রেস ছেড়ে যোগ দেন তৃণমূলে। ২৪-এর নির্বাচনেও অব্যাহত কংগ্রেসের ভাঙন।

বৃহস্পতিবার দুপুরে কালিয়াচক ৩ নম্বর ব্লকের দুই পঞ্চায়েত সদস্যা তাঁদের অনুগামীদের নিয়ে কংগ্রেস ছেড়ে যোগদান করেন তৃণমূলে। এদিন বৈষ্ণবনগরের বিধায়িকা চন্দনা সরকার দলত্যাগী কংগ্রেসী নেত্রীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন।

তৃণমূলের দাপটে একেই এই রাজ্যে কোণঠাসা কংগ্রেস, তার ওপর নির্বাচনের মুখে গণিগড়ে তৃণমূলের শক্তিবৃদ্ধি কংগ্রেসের অস্বস্তি বাড়িয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।